‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে ওপার বাংলার সিনে প্রেমীরা; এতে কোনো সন্দেহ নেই। রোববার সাড়া কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে একরকম ঝড় তুলেছে দেব ও শুভশ্রীর এই সিনেমা। এমন সাফল্যকে উৎসবের সঙ্গে তুলনা করলেন ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি।
ভারতীয় গণমাধ্যমের খবর, তৃতীয় দিনে এই ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১.৮৭ কোটি রুপি। শুধু তাই নয়, এই বক্স অফিস কালেকশনের সঙ্গে সঙ্গেই সবমিলিয়ে ৭ কোটির ঘরে প্রবেশ করল ‘ধূমকেতু’। একইসঙ্গে ৩৫০টি প্রেক্ষাগৃহে এই ছবির শো হাউজফুল। যা শুধু ছবির টিমের জন্য নয়; বাংলা চলচ্চিত্র জগতের জন্যও এক স্বস্তির খবর।
এদিকে ছবির এমন সাফল্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে রোববার সকালেই একটি পোস্ট করেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া এই সিনেমা প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় করে; যা টলিউডের ইতিহাসে ওপেনিং ডে’তে সবচেয়ে বেশি আয়। তখনই ধারণা করা যাচ্ছিল, দ্বিতীয় দিনে সেই আয়ের অঙ্কটা আরও ছাড়িয়ে যাবে।
নিয়ন্ত্রণ হারাবেন এই ওয়েব সিরিজ দেখলে, ঘরের দরজা বন্ধ করে উপভোগ করুন
সেটাই ঘটল, দ্বিতীয় দিনে ৩.০২ কোটি রুপির ব্যবসা ও মাত্র তিন দিনেই মোট সাত কোটির ব্যবসা করে এভার বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।