স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে দুই দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে রোমাঞ্চকর লড়াই ছিল মনমুগ্ধকর ও রোমাঞ্চে পরিপূর্ণ। সময়ের পরিক্রমায় দুজনের কেউই এখন ইউরোপে খেলেন না। একজন খেলেন সৌদিতে, আরেকজন যুক্তরাষ্ট্রে।
ফুটবলপ্রেমীরা এখনো তাদের নিয়ে কে সেরা- এই বিতর্কে লিপ্ত হন। কেউ রোনালদোকে সেরা বলেন, তো আরেকপক্ষ মেসিকে। এবার সেই পুরনো বিতর্ক নিয়ে নিজের অবস্থান জানালেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ক্যারিয়ারে তিনি দুই কিংবদন্তির সঙ্গে একই দলে খেলার সৌভাগ্য অর্জন করেছিলেন।
জাতীয় দলে মেসি ও ডি মারিয়া ছিলেন সতীর্থ। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে তিনি রোনালদোকে পেয়েছিলেন। আর্জেন্টাইন তারকা অবশ্য নিজে একজনকে সর্বসেরা হিসেবে আখ্যা দিয়েছেন।
আর্জেন্টাইন সাংবাদিক জুয়ান পাবলো ভারস্কির সঙ্গে ক্ল্যাঙ্ক পডকাস্ট অনুষ্ঠানে রোনালদোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ডি মারিয়া বলেন, ‘রোনালদোর ক্যারিয়ার পরিশ্রমের প্রতিমূর্তি। নিজের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য জিমে ঘাম ঝরানো থেকে শুরু করে ফিনিশিং স্কিল নিখুঁত করতে নিরন্তর চেষ্টার উদাহরণ তিনি। রোনালদোর সাফল্যের পেছনে তার কাজের প্রতি অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় স্পষ্ট।’
মেসির খেলাকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে বর্ণনা করে ডি মারিয়া বলেন, ‘মেসির খেলা এমনই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত যে তাকে দেখে মনে হয়, তিনি যেন কোনো চাপ ছাড়াই মাঠে বন্ধুদের সঙ্গে খেলছেন। ডি মারিয়ার মতে, মেসি নিজস্ব প্রতিভা দিয়ে খেলাটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং সেই কারণেই মেসি অতুলনীয়।’
রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখলেন ডি মারিয়া। বেনফিকার এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘ক্রিস্টিয়ানোকে অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা জিম করেছে। সেরা ফিনিশিং আয়ত্ব করেছে এবং বারবার একই কাজ করে গেছে। কিন্তু লিও, তার বিষয়টা এমন যেন সে কেবলই বন্ধুদের সঙ্গে খেলছে। সে কারণে দুজনের মাঝে অনেক বড় পার্থক্য রয়েছে। লিও তুলনাহীন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।