বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। ভিন্ন ধর্মের হলেও নামের শেষে মুসলিম পদবী ব্যবহার করেন তিনি। এর পেছনে হৃদয়স্পর্শী এক কারণ লুকিয়ে আছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছিলেন অভিনেত্রী। দিয়া জানান, তার বাবা ছিলেন একজন জার্মানি আর্কিটেকচার। ধর্ম খ্রিস্টান। আর তার মা ছিলেন বাঙালি হিন্দু।
চার বছর বয়সে দিয়ার বাবা-মার বিচ্ছেদ ঘটে এবং জীবন সঙ্গী হিসেবে তারা অন্যদের বেছে নেয়। পুরনো দিনের কথা মনে করে দিয়া বলেন, “আমার যখন ৯ বছর। তখন আমার বাবা মারা যান। আমি সব সময় তার পদবী হ্যান্ডরিচ ব্যবহার করতাম।”
দিয়া আরও বলেন, “মিস ইন্ডিয়া সুন্দরি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আমি আমার পদবী পরিবর্তন করি। আমার নামের শেষে আমার সৎ বাবার টাইটেল মির্জা যোগ করি।”
পদবী পরিবর্তনের কারণ জানিয়ে এ অভিনেত্রী বলেন, “সৎ বাবার নাম আহমেদ মির্জা। তিনি সব সময় আমাকে ছোটবেলা থেকে ভালোবাসায় জড়িয়ে রাখতেন। নিজের বাবার চেয়ে কোনও অংশে কম যত্ন করেননি তিনি। তাই সৎ বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এমন সিদ্ধান্ত নিই।”
দিয়ার ধর্ম কী, এমন প্রশ্ন করা হলে এ নায়িকা বলেন, সৎ বাবাকে ভালোবেসে তার পদবী ব্যবহার করি। এখানে ধর্ম পরিবর্তনের কোনও বিষয় নেই। আমার ধর্ম কী সেটা আমি বলতে পছন্দ করি না।
নিজের ধর্ম প্রসঙ্গে টুইটারে দিয়া লেখেন, আমার সমস্ত সরকারি নথিতে ধর্মের মর্যাদা ফাঁকা থাকে। কারণ আমি মনে করি, একজন ভারতীয়র পরিচয় ধর্ম নির্ধারণ করে না। এটা কখনও হয়নি এবং আমি আশা করি এটা কখনও হবে না।
ব্যক্তিগত জীবনে ২০১৪ সালে ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেন দিয়া। এ সংসার ভেঙে যায় ২০১৯ সালে। এরপর ২০২১ সালে বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া। বর্তমানে তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।