বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : প্রখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির আলোচিত সিনেমা ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’। এ সিনেমাজুড়ে একটি ল্যাম্বরগিনি গাড়িতে দাপিয়ে বেড়িয়েছেন লিওনার্দো ডিক্যপ্রিও। আর এতে মাঝেমধ্যেই অঘটনের মুখোমুখি হয়েছেন অভিনেতা, তথা জর্দান বেলফোর্ট চরিত্রটি। সেসব দৃশ্য নিশ্চয় দর্শকের ভোলার কথা নয়।
একবার তো মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে কী মারাত্মক কাণ্ডই না বাঁধিয়ে ফেলেন! অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় তাঁর ল্যাম্বরগিনির সম্মুখভাগ। এমনকি পুলিশের হাতেও গ্রেপ্তার হতে হয়েছিল জর্দানকে। এবার ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবির পর্দা কাঁপানো সেই গাড়িটিই নিলামে উঠছে।
চলতি নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া ‘অন দ্য গ্রিড: দ্য আবু ধাবি অকশন’-এ বিক্রি হতে যাচ্ছে এই গাড়ি। মডেল—১৯৮৯ ল্যাম্বরগিনি কাউন্টাচ। বড়পর্দায় আত্মপ্রকাশের পর এবারই প্রথম জনসম্মুখে আসছে এটি।
বিনোদনভিত্তিক টিএমজেড ম্যাগাজিনের বরাতে জানা যায়, ডিক্যাপ্রিও-স্করসেসির স্মৃতি বিজড়িত এই গাড়ির আনুমানিক দাম ধরা হয়েছে ১.৫ থেকে ২ মিলিয়ন ডলার।
‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ মুক্তি পায় ২০১৩ সালে। এরপর থেকেই সংরক্ষিত ছিল সিজর ডোর সম্বলিত এই হিরো কার। এ ছাড়া আরেকটি গাড়িও আনা হয়েছিল শুটিংয়ের জন্য। কিন্তু সেটির দেখা মিলেছিল কয়েক সেকেন্ডের একটি দৃশ্যে।
হারিয়ে গেল ‘বন্ধু’, বাথটাবে ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেতা ম্যাথুর মরদেহ উদ্ধারহারিয়ে গেল ‘বন্ধু’, বাথটাবে ‘ফ্রেন্ডস’খ্যাত অভিনেতা ম্যাথুর মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, নিলামে ওঠা ল্যাম্বরগিনিটি যিনি কিনবেন, সেই সৌভাগ্যবান পেতে যাচ্ছেন আরও বেশ কিছু চমকপ্রদ উপহার। সঙ্গে থাকছে ওই দৃশ্যে ব্যবহৃত ডিক্যাপ্রিওর কস্টিউম, স্করসেসির চেয়ার ও একটি ক্ল্যাপবোর্ড। আর এসবে থাকছে মার্টিন স্করসেসি, লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্গো রবির অটোগ্রাফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।