বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার আন্তর্জাতিক এক প্রচেষ্টার পর চিরতরে বন্ধ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় বটনেট নেটওয়ার্কগুলোর একটি, যেটির বিরুদ্ধে প্রায় ছয়শ কোটি ডলার চুরির অভিযোগ রয়েছে।
বটনেট হল বিভিন্ন সংক্রামিত কম্পিউটারের এমন এক নেটওয়ার্ক, যা মূল পরিকল্পনাকারীর লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একসঙ্গে কাজ করে।
এই অভিযানের নেতৃত্ব দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ‘৯১১ এস৫’ নামের বটনেটটি এক কোটি ৯০ লাখের বেশি ডিভাইসকে সংক্রমিত করেছিল, যেগুলো ব্যবহার করা হত সাইবার আক্রমণ পরিচালনা, বড় মাপের জালিয়াতি, বোমা হামলার হুমকি এমনকি শিশু নিপিড়নের ক্ষেত্রেও।
বটনেটটি তৈরি ও পরিচালনার সন্দেহে ২৪ মে ক্যারাবীয় দ্বীপপুঞ্জের দেশ সেইন্ট কিটস অ্যান্ড নেভিস থেকে গ্রেপ্তার করা হয় চীনা নাগরিক ইউনহি ওয়াং’কে।
“বিচার বিভাগ নেতৃত্বাধীন এ অপারেশনে ‘৯১১ এস৫’-এর কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যে গোটা বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে সমন্বিত করা হয়েছিল,” বলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
“এই মামলায় প্রমাণ হচ্ছে যে, আইনের দীর্ঘ হাত রাষ্ট্রীয় সীমা পেরিয়ে ডার্ক ওয়েবের গভীরতম ছায়া পর্যন্ত বিস্তৃত। আর বিচার বিভাগও সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার এ লড়াই কখনও বন্ধ করবে না।”
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, বটনেটটি গোটা বিশ্বের প্রায় দুইশটি দেশের বিভিন্ন কম্পিউটার সংক্রমিত করেছে, যেগুলো নিয়ন্ত্রিত হত অভিযুক্ত ওয়াংয়ের সেটআপ করা দেড়শটি ডেডিকেটেড সার্ভারের মাধ্যমে।
২৪ মে প্রকাশিত এক অভিযোগে উল্লেখ রয়েছে, ২০১৪ সাল ও ২০২২ সালের মাঝামাঝি সময়ে ম্যালওয়্যার দিয়ে লাখ লাখ ব্যক্তিগত কম্পিউটারে সাইবার আক্রমণ চালিয়ে সংক্রমিত করা হয়েছিল। ওই সব কম্পিউটারের মাধ্যমেই বটনেটটি বিভিন্ন ধরনের সাইবার অপরাধ চালাত।
এদিকে, বটনেটটির প্রবেশাধিকার অপরাধীদের কাছে বিক্রি করার অভিযোগও এসেছে ওয়াংয়ের বিরুদ্ধে, যার মাধ্যমে পরবর্তীতে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি ডলার চুরি করেও বিভিন্ন ফ্রড ডিটেকশন সিস্টেম এড়িয়ে যেতে পেরেছে।
এর একটি লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের মহামারী ত্রাণ প্রকল্প, যেখানে হাতিয়ে নেওয়া আইপি অ্যাড্রেসগুলো থেকে বিভিন্ন জাল বীমার প্রলোভন দেখাত বটনেটটি। এফবিআইয়ের তথ্য অনুসারে, এমন লাখ পাঁচেক মিথ্যা দাবির কারণে বিভিন্ন প্রকল্পের ক্ষতি গুনতে হয়েছে ৫৯০ কোটি ডলার।
“আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে এফবিআই এমন এক যৌথ ধারাবাহিক সাইবার অপারেশন পরিচালনা করেছে, যার মাধ্যমে ‘৯১১ এস৫’ বটনেটটিকে নিষ্ক্রিয় করা গেছে, যা সম্ভবত বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ বটনেট,” বলেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়েই।
“আমরা এর মূল হোতা ইউনহে ওয়াংকে গ্রেপ্তার করে তার সকল অবকাঠামো ও সম্পদ জব্দ করেছি এবং ওয়াং ও তার সহকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছি। আর যেসব সাইবার অপরাধীর এমন অবৈধ কার্যক্রম থেকে লাভবান হচ্ছে, তাদের মুখোশ উন্মোচন ও গ্রেপ্তারে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাব।”
এদিকে, ওয়াংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলোয় তিনি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তার ৬৫ বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।