‘দিদি দিদি’ ডাকছেন ইউভান, রাজশ্রী পুত্রের মিষ্টি ডাকের ভিডিও তুমুল ভাইরাল

রাজশ্রী পুত্রের মিষ্টি ডাকের

বিনোদন ডেস্ক : সম্প্রতি এবার ‘দিদি দিদি’ বলতে শোনা গেল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র সন্তান ইউভানকে। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ‘রাজশ্রী’ জুটি ঠিক কী পরিমাণে হিট তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলিকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পছন্দ করেন তারা।

রাজশ্রী পুত্রের মিষ্টি ডাকের

আর সেগুলি দর্শকেরা জমিয়ে উপভোগ করেন। বর্তমানে তাদের পরিবারের নতুন সদস্য ইউভানকে নিয়েও উচ্ছ্বাসের শেষ নেই অনুরাগীদের মনে। কারণ, তার যে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষে। পাশাপাশি সেখানে ভালোবাসায় ভরিয়ে তোলেন সকলে। সেরকমই একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি পোস্ট করেছেন রাজের ভাগ্নি সৃষ্টি পান্ডে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে তার দিকে আদো ভাষায় ‘দিদি দিদি’ বলে এগিয়ে আসছে ইউভান। এমন মিষ্টি মুহূর্তের ভিডিও পছন্দ না করে পারবেন না কেউই। তাইতো সেটি পোস্ট করতে ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে।

আর সেখানে বিভিন্ন প্রশংসামূলক বার্তায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। তবে শুধু এই ভিডিওই নয় মাঝেমধ্যেই এরকম নানান মুহূর্ত দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এইতো কিছুদিন আগেও শুভশ্রী ও তার ছেলের খুনসুটির ভিডিও পছন্দ করেছিলেন সকলে।