জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি তো ট্রু সেন্সে বেহেশত বলিনি। কথার কথা বলেছি। কিন্তু আপনারা সবাই আমারে খায়া ফেললেন।
রবিবার (১৪ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ‘বেহেশতের’ ব্যাখ্যায় এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, আমি কথার কথা বলেছি। কিন্তু সাংবাদিকরা আমাকে বিপাকে ফেলেছেন।
গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের ড. মোমেন বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ এমন প্যানিক ছড়াচ্ছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি।
এরপর রাজনৈতিক মহল থেকে শুরু করে সুশীল সমাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হয় পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। এর ফলে ঠিক পরদিনই সিলেটে আবারও ‘বেহেশতের’ ব্যাখ্যা দেন তিনি। এরপর আজ রবিবার ঢাকায় আবারও সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।