ডিগবাজির পর এবার নতুন করে যা বললেন জায়েদ খান

জায়েদ খান

বিনোদন ডেস্ক : জায়েদ খান যেখানেই যান, সেখানেই মজার কাণ্ড ঘটিয়ে ফেলেন। যা পরে নেটদুনিয়ায় ভাইরাল হয়। আবারও ঘটালেন এমন একটি ঘটনা। মঞ্চে দৌড়ে গিয়ে দু-হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি। বলাই বাহুল্য, নায়কের এমন ‘কীর্তি’ ভাইরাল হতে সময় লাগেনি।

জায়েদ খান

জানা গেছে, ২৭ অক্টোবর রাজধানীর গুলশান ক্লাবে গিয়েছিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ প্রতিযোগিতার তৃতীয় সিজনের চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। বিচারকার্য পরিচালনার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করতে দৌড়ে গিয়ে দু-হাতে ভর করে দিয়েছেন ডিগবাজি। সঙ্গে দিয়েছেন নাচ।

তবে এমন কাণ্ড বরাবরের মতোই ইতিবাচক জায়েদ। তার কথায়, ‘আমি তো স্পোর্টসম্যান। ছোটবেলা থেকেই আমি খেলাধুলা করেছি। বডিটা ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড আর রগ যদি সাপোর্ট না করে তাহলে আপনি পড়ে যাবেন। সেই জায়গা থেকে আমি এটা করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। যদি পড়ে যেতাম তাহলে ভাইরাল হতাম।’

ভারতের কোন দ্বীপে গেলে কেউ আর বেঁচে ফেরে না

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল মালেক আফসারী পরিচালিত ‌চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। এ সিনেমায় জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধেন চিত্রনায়িকা পরী মণি। সিনেমাটিতে ‘ছোট ছোট কিছু আশা/ জমেছে এ মনে/ চুপি চুপি ভালোবাসা/ এসেছে জীবনে’ কথার এই শিরোনাম সংগীতে কণ্ঠ দেন এস আই টুটুল ও ন্যান্সি।