বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে যে কজন সাড়া ফেলেছেন, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি তাদের মধ্যে অন্যতম সেরা। শিশুশিল্পী বিভাগে সুব্রত-দোয়েল দম্পতির মেয়ে দীঘির ঝুলিতে আছে তিন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সেই দীঘি শিশুশিল্পী হিসেবে পর্দায় আসতে চলেছেন আরও একবার এবং শেষবারের মতো। আগামী ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেতে চলেছে প্রয়াত সুপারস্টার নায়ক মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। সেখানে রয়েছেন দীঘিও।
‘জীবন যন্ত্রণা’র শুটিং শেষ হয়েছিল ২০০৮ সালে। ওই বছরই নায়ক মান্না মারা যান। ২০০২ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা দীঘির বয়স ছিল তখন মাত্র ৬ বছর। সেই ৬ বছর বয়সি দীঘিকেই ২০২৩ সালে রুপালি পর্দায় দেখবেন দর্শক। নাম নিয়ে জটিলতাসহ নানা কারণে সিনেমাটির মুক্তিতে এত দেরি।
‘জীবন যন্ত্রণা’ সিনেমাটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের গল্পে। এটির পরিচালনায় আছেন জাহিদ হোসেন। প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। সিনেমার বিভিন্ন চরিত্রে মান্না এবং দীঘি ছাড়াও আছেন মৌসুমী, বাপ্পারাজ, পপি, শাহনূর, মুক্তি, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু ও মিশা সওদাগরসহ অনেকে।
এই সিনেমায় দীঘি অভিনয় করেছেন মান্না ও মৌসুমীর মেয়ের চরিত্রে। সেই দীঘি এখন জনপ্রিয় একজন নায়িকা। ২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে তার নায়িকা হিসেবে অভিষেক হয়।
বুলেটের মত কিলার লুকে বাজারে আসছে বাজাজ, জেনে নিন দাম এবং ফির্চাস
এরপর দীঘি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘বঙ্গবন্ধু’ ছবি দুটিতে অভিনয় করেন। এর মধ্যে ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। দীঘি কাজ করেছেন ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্মেও। এছাড়া কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।