বিনোদন ডেস্ক : জমকালো বিয়ের সাজে নজর কাড়লেন ঢালিউড চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। নতুন একটি ব্রাইডাল ফটোশুটের জন্য কনের ভিন্ন ভিন্ন কয়েকটি লুকে হাজির হন অভিনেত্রী।
রোববার (২৯ জুন) নিজের ভেরিফাইড ফেসবুকে দীঘি বিয়ের দুটি সাজে হাজির হন। যার একটিতে গোলাপি রং আর অন্যটিতে গাঢ় সবুজ পোশাকে দেখা গেছে দীঘিকে।
জারদৌসি কাজ করা লেহেঙ্গার সঙ্গে দীঘি পরেছিলেন ভারী গহনা। মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় হার, হাতে চুড়ির সঙ্গে ছিল মুখে মানানসই বোল্ড মেকআপ।
দীঘির আপলোড করা বিয়ের সাজ সাড়া ফেলেছে নেটপাড়ায়। অনেকে আবার জল্পনা বুনছেন বাস্তবে দীঘির বিয়ে নিয়ে।
চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। এ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যায় অভিনেতা সিয়াম আহমেদকে। আপাতত কোনো সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ না হলেও সামনে বেশ কিছু নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।