প্রেক্ষাগৃহে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীঘির বিয়ে

dighir biye

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে কয়েক মাস আগে থেকে। নিজের প্রকাশিত বিয়ের কার্ড দেখে সবাই ভেবেছিলেন প্রিয় নায়িকা বুঝি বিয়ে করে ফেলছেন। আবারও সেই গুঞ্জনের ডালপালা মেলল। গুঞ্জন ছড়িয়ে পড়া কার্ডের কথা কী সত্যি হতে চলেছে? ফেসবুকে নতুন একটি পোস্ট করেছেন অভিনেত্রী দীঘি।

dighir biye

কার্ডের বিষয়ে সেই সময়টাতে জানা যায়, দীঘির বিয়ের কার্ডটি ছিল ওয়েবফিল্মের প্রচারণা। এবার নতুন খবর, রেজাউর রহমান পরিচালিত সেই ওয়েবফিল্মটি এবার আসছে বড় পর্দায়; সেখানে দেখা যাবে দীঘির বিয়ে।

জানা গেছে, ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে দীঘির নতুন ওয়েব ফিল্ম। নাম ৩৬২৪৩৬। পরিচালনা করেছেন রিয়ায়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।

সম্প্রতি চরকির ফেসবুক পেজে নিমন্ত্রণ বার্তা হিসেবে একটি পোস্ট দেয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘প্রেক্ষাগৃহে, মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। আপনারা সপরিবারে আমন্ত্রিত। দেখা হচ্ছে সিনেমা হলে!’

দীঘি তার ফেসবুকে লিখেছেন, ‘দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে’

পোস্টারে দীঘিকে লাল শাড়িতে দেখে ও শাওনকে শেরওয়ানিতে বরের বেশে দেখে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। এখন শুধু দর্শকেরা ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

এদিকে গত ১৮ জুলাই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ছবিটি।

আরও পড়ুন: পরীমণির ‘রঙিলা কিতাব’ হইচই-তে আসছে ৮ নভেম্বর

আরব দেশের বেশির ভাগ পর্যটক ইন্দোনেশিয়ার যান অস্থায়ী বিয়ে করতে

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।