বিনোদন ডেস্ক : প্রার্থণা ফারদিন দিঘী শিশু শিল্পী থেকে চিত্রনায়িকা হয়েছেন। শিশু শিল্পী হিসেবে বিজ্ঞাপনসহ অনেক সিনেমায় অভিনয় করে দর্শকের মাঝে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। পরবর্তীতে পড়ালেখার জন্য দিঘী চলচ্চিত্র থেকে দূরে সরে যান।
এর মাঝেই নিজেকে প্রস্তুত করে চিত্রনায়িকা হিসেবে আবির্ভূত হন। তবে তার যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশে জন্ম নেওয়ায় পিছিয়ে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে ভারতে জন্ম নিলে বা বলিউডের স্টারকিড হলে করণ জোহরের মতো নির্মাতার সিনেমায় কাজ করতেন। ফারিন লিখেন, দিঘী প্রায়ই টিকটকে ভিডিও প্রকাশ করেন।
এটা নিয়ে প্রশ্নের মুখেও পড়েন। এখন টিকটক করে অনেকেই লাইমলাইটে আসছে। এ কারণে সেটাই বেছে নিয়েছে দীঘি। একটা সিনেমায়ও হয়তো কাজ করেছে। সেটার গল্প ও নির্মাণ সম্ভবত ভালো ছিল না। আমার ধারণা, ভালো পরিচালক দীঘিকে সুযোগ দিলে সে ভালো করবে। তিনি লিখেন, আমরা হয়তো অনেকেই জানি না দীঘির মা-বাবা দুজনই সিনেমার তারকা। তার মা (অভিনেত্রী দোয়েল) এক সময় সিনেমার নায়িকা ছিলেন। কিন্তু তিনি এখন নেই।একজন মা যে একটা মেয়ের বেড়ে ওঠায় কতটা প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি।
বাবারাও করেন, কিন্তু মায়ের মতো দিক-নির্দেশনা কেউ করতে পারেন না। মা তো মা-ই। ফারিয়া লিখেন, সঠিক দিক-নির্দেশনার অভাবে দীঘি নিজেই যা পেরেছে, যতটুকু পেরেছে করেছে বা করে। তার ময়না পাখির বিজ্ঞাপনচিত্রটি সেরা। সে কোনো ব্যাকআপ ছাড়া নিজেই নিজেকে তৈরি করেছে। হয়তো অনেক কিছুই না বুঝে করেছে, যেটা আমাদের বা আপনাদের ভালো লাগেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।