বিনোদন ডেস্ক : বাকি মাত্র ২ দিন! তারপরেই সিনেমা হলে আসছে বহুল প্রতীক্ষিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে এটি নির্মাণ করেছেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির মুক্তি উপলক্ষে ক’দিন ধরেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পীরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এদিন সবার সামনেই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে ‘লেট লতিফ’ বলে সম্বোধন করেন চিত্রনায়ক আরিফিন শুভ।
সংবাদ সম্মেলনে দেরি করে এসেছিলেন দীঘি। এ সময় মঞ্চে থাকা আরিফিন শুভ জনসম্মুখে তাঁকে ‘লেট লতিফ’ বলে ডাকেন। তিনি বলেন, ‘‘আমাদের মাঝে সবচেয়ে দেরিতে এসেছেন ‘লেট লতিফ’ দীঘি। এখন বক্তব্য রাখবেন।’’
বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেণু) ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘‘সিনেমাটি নিয়ে সবাই দীর্ঘদিন ধরে অপরিসীম পরিশ্রম করেছি। তাই ‘মুজিব’ নিয়ে আমরা বেশ আশাবাদী। মুক্তির পর দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পেতে চাই।’’
এদিকে, বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে সেই প্রমাণও মিলেছে। উপস্থিত সবাইকে চমকে দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুখস্থ পাঠ করেন তিনি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ১ মিনিট ৪৬ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার। যেখানে দেখা যায়, বঙ্গবন্ধুর কৈশোরকাল থেকে স্বাধীনতা আন্দোলনের দাবিতে উত্তাল এক বাংলাদেশকে। স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিবুর রহমান। উঠে এসেছে বায়ান্নোর ভাষা আন্দোলনের চিত্রও। মুজিব বলছেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মা’ কিংবা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।
প্রসঙ্গত, ১৩ অক্টোবর দেশের ১৫৩টি হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের (৪৫-৬৫ বয়স) চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।