জুমবাংলা ডেস্ক : স্বজনদের খোঁজে দিকবিদিক ছুটছেন আপনজন। কিন্তু চারদিকে ভরপুর পানি, কোথায় যাবেন তাও জানেননা। বন্যায় কত মানুষ নিখোঁজ তার সঠিক পরিসংখ্যা দিতে পারছেন না কেউই।
ফেনীর সোনাগাজীতে স্বজনের খোঁজ পাচ্ছেন না ব্যাংক কর্মকর্তা রনি। দ্রুত ছুটে আসেন জন্মস্থানের দিকে কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে কোমর সমান পানিতে আটকা পড়ে আছেন।
তার মত আরও অনেকে দিকবিদিক ছুটছেন কোথাও পাচ্ছেন না স্বজনদের।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানি বন্দি আছে প্রায় দশ লাখের বেশি মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে, উদ্ধার হয়েছে প্রায় ৫০ হাজার মানুষ। সংকট তৈরি হয়েছে সুপেয় পানির।
সবচেয়ে বেশি কস্টে আছে বৃদ্ধ, শিশু ও অন্তস্বত্তা নারীরা। বন্যা দুর্গত এলাকায় আটকাপড়া মানুষদের উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল।
উদ্ধার অভিযানে কাজ করছে সেনা, নৌ, কোস্ট গার্ড, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কীর্মীরা। এছাড়াও উদ্ধারকাজে অংশ নিয়েছে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার। কত মানুষ নিহত ও নিখোঁজ তার সঠিক হিসেব দিতে না পারলেও এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহা সড়ক ও ট্রেন চলাচল, মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ সংযোগ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তীব্র যানজটে নাকাল অবস্থা মহাসড়কে আটকা পড়া যাত্রীদের।
আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের তিল পরিমাণ ঠাঁই নেই। জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে খাবার বিতরণের ব্যবস্থা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।