বিনোদন ডেস্ক: বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া এক অপরিহার্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিভাবান অনেকেই এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নিজের ট্যালেন্ট তুলে ধরছেন হাজার হাজার মানুষের সামনে, এবং পাচ্ছেন প্রত্যাশিত সাড়া।
আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় যেকোনো বিষয় ভাইরাল হতে বেশি সময় লাগে না। কেউ যদি তার প্রতিভা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে তা সহজেই পৌঁছে যায় কোটি মানুষের কাছে। এমন ঘটনা প্রতিদিনই ঘটছে।
অনেকে গানের ভিডিও, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির মাধ্যমে নিজেদের শিল্পীসত্তা তুলে ধরেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে। এভাবেই অনেক প্রতিভা আজ দর্শকের ভালোবাসায় সিক্ত।
সম্প্রতি এমনই এক যুবতী মায়রা নিজের নাচের দক্ষতা দিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছেন। তার ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নেটিজেনদের একাংশ তাকে চেনেন এবং তার নাচ বরাবরই নজর কাড়ে দর্শকদের। এই কারণেই মায়রার প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে।
বর্তমানে যে ভিডিওটি ভাইরাল, সেটি “পিক শেয়ার অফিসিয়াল” ইউটিউব চ্যানেল থেকে চার মাস আগে প্রকাশিত হয়। ইতোমধ্যেই এটি প্রায় দেড় লাখ দর্শকের কাছে পৌঁছে গেছে।
ভিডিওটিতে দেখা যায়, মায়রা বিভিন্ন শাড়ি পরে বলিউডের জনপ্রিয় গানগুলোর সঙ্গে অসাধারণ নাচ পরিবেশন করেছেন। খোলা আকাশের নিচে, মাঝে রাস্তায় দাঁড়িয়েই এসব রিল ভিডিও ধারণ করেছেন তিনি। তার একাধিক ভিডিও একত্রিত করে বানানো হয়েছে এই ভাইরাল ক্লিপটি, যা এখন আবার নতুন করে নেট দুনিয়ায় আলোচিত।
এই কারণে মায়রা আবারও নেটিজেনদের একাংশের প্রশংসা কুড়াচ্ছেন এবং আলোচনায় রয়েছেন। সোশ্যাল মিডিয়া যে বর্তমান প্রজন্মের কাছে শুধু বিনোদনের মাধ্যম নয়, উপার্জনের সুযোগও তৈরি করছে—এই ভিডিও তার একটি স্পষ্ট উদাহরণ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।