বিনোদন ডেস্ক : আশিকী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি, ‘আশিকী ৩’, মুক্তির আগেই খবরে শিরোনামে রয়েছে। কিছুদিন আগে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে প্রধান নারী চরিত্রে চূড়ান্ত করার খবর শোনা গিয়েছিল। তবে, নতুন তথ্যে জানা গেছে, তৃপ্তি দিমরি আর এই প্রকল্পের অংশ নন। নির্মাতা যা খুঁজছেন তা নেই তৃপ্তির মাঝে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘আশিকী ৩’-এর নির্মাতারা মনে করছেন তৃপ্তির সাম্প্রতিক পর্দার চরিত্রগুলো তার একটি ভিন্ন ইমেজ তৈরি করেছে, যা এই সিনেমার মূল থিম সরল ও নিষ্পাপ চেহারার কাউকে খুঁজছে যা তার সঙ্গে মিলছে না। সূত্র আরও জানায়, “সিনেমার জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন, যার মধ্যে যেন সরলতার স্পষ্ট প্রতিফলন থাকে। তৃপ্তি দিমরির সাম্প্রতিক ভূমিকা সেই ইমেজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”
নির্মাতারা এখন নতুন মুখের সন্ধানে রয়েছেন, যিনি ‘আশিকী ৩’-এর আবেগ ও রোম্যান্টিকতার ছোঁয়া সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
তৃপ্তি দিমরির এই প্রকল্প থেকে বাদ পড়ার খবরে ভক্তরা কিছুটা হতাশ হলেও, নির্মাতারা ‘আশিকী’ সিরিজের ঐতিহ্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি কিস্তি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, তাই তৃতীয় কিস্তির জন্যও প্রত্যাশা বেশ উঁচু।
দর্শকদের এখন অপেক্ষা নতুন মুখের ঘোষণার জন্য। কে হবেন সে ? সেটা সময়ই বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।