আন্তর্জাতিক ডেস্ক : দেশের সবচেয়ে বড়ো ব্যবসায়ী বলা ভালো উদ্যোগপতী, যার ছত্রছায়ায় বেড়ে ওঠে লাখ লাখ মানুষের স্বপ্ন তিনি হচ্ছেন অমূল্য রত্ন রতন টাটা। ওনার নাম জানেনা এমন মানুষ গোটা বিশ্বে বিরল। এরকম সহৃদয় ব্যক্তিকে পেয়ে আমরা গর্বিত।
তবে অবাক করা বিষয় হলো যে, এতো বড়ো ব্যবসার কর্ণধার হওয়া সত্ত্বেও বিশ্বের সেরা ধনীদের তালিকায় খুঁজে পাওয়া যায় না তাঁর নাম। বিশ্ব তো দূরে থাক ভারতীয় সেরা ধনীদের তালিকাতেও প্রথম ১০০তে নেই রতন টাটার নাম।
প্রশ্ন আসতে পারে, যে কোম্পানি গত ৬০ বছর ধরে আলপিন থেকে এরোপ্লেন সবকিছুতেই আধিপত্য বিস্তার করছে তার রোজকার এতো কম হয় কীভাবে? আসলে সন্সের ইক্যুইটির ৬৬ শতাংশ সোজাসুজি টাটা ট্রাস্টের হাতে রয়েছে।
টাটা অ্যান্ড সন্সের লভ্যাংশ সরাসরি জমা হয় এই ট্রাস্টের অ্যাকাউন্টে। এখান থেকেই কর্মরত কর্মচারীদের বেতন, ইত্যাদি সহ লাখ লাখ মানুষের সেবায় খরচ হয়। উল্লেখযোগ্য বিষয়, এই টাকা শুধু ভারতেই নয়, অনুদান হিসেবে চলে যায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও।
এমতাবস্থায় প্রশ্ন আসতে পারে তাহলে রতন টাটার ব্যক্তিগতভাবে রোজগার কত? চলুন আজ জেনে নিই টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারপারসন রতন টাটা কত আয় করেন। বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী রতন টাটার দৈনিক আয় প্রায় ১৮৭৩৯ টাকা।
সেই হিসেবে তার ঘন্টা প্রতি আয় হচ্ছে ৭৮০ টাকা এবং মাসিক উপার্জন দাঁড়ায় ৫.৭ লাখ টাকা। যা দেশের যে কোনো ছোটোখাটো ব্যবসায়ীর চেয়েও কম। জানিয়ে রাখি সাল ২০১৭ তে পুরোপুরি অবসর নিয়ে নিয়েছেন এই মানুষটি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.