জুমবাংলা ডেস্ক : দিনাজপুর শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় আদিবাসী যমজ তিন ভাই-বোন পেয়েছেন জিপিএ-৫। তারা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল শুক্রবার দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে একসঙ্গে আদিবাসী যমজ এক ভাই ও দুই বোন জিপিএ-৫ পেয়ে এলাকায় চমক সৃষ্টি করেছে।
যমজ তিন ভাই-বোন, ভাই লাসার সৌরভ মুর্মু, বোন মেরি মৌমিতা মুর্মু ও মারতা জেনিভিয়া মুর্মু। তারা তিন ভাইবোন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
বাবা জোহানেস মুর্মু একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। মা সোহাগীনি হাসদা একজন গৃহিনী। তারা বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তাদের স্বপ্ন- লাসার সৌরভ মুর্মু ইঞ্জিনিয়ার এবং দুই বোন ডাক্তার হবেন।
বাবা জোহানেস মুর্মু ও মা সোহাগীনি হাসদা বলেন, আমাদের এই জমজ তিন সন্তানের ফলাফলে আমরা গর্বিত এবং আনন্দিত। তাদের ঘিরে আমাদের বেঁচে থাকা। অনেক কষ্ট করে তাদের লেখাপড়া করাচ্ছি। তারা বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। যদি সরকার আমার ছেলে মেয়েদের একটু সহযোগিতা করেন তাহলে আমাদের অনেক উপকার হবে এবং কষ্ট দূর হবে।
মেরি মৌমিতা মুরমু বলেন, ‘আমরা তিন ভাই বোন একসঙ্গেই পড়াশুনা করি। আমরা এমন ফলাফলে অনেক খুশি। আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের ‘মা। বাবার উৎসাহে আমাদের অনুপ্রেরণা ছিল। আমরা একটি প্রাইভেট পড়তাম। মা একটি বাটন ফোন ব্যবহার করতেন। আমারা কোন ফোন ব্যবহার করতাম না। আমরা ক্লাসে পাশাপাশি রোল ছিল। শিক্ষকরা আমাদের অনেক উৎসাহ দিত।’
প্রতিবেশি আব্বাস আলী জানান, ‘আমাদের গ্রামের শিক্ষার্থীরা এমন সুন্দর ফলাফল করে আমাদের গ্রামের সম্মান উজ্জল করেছে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা গ্রামবাসি চাই তারা সামনে সময় আরও ভালো ফলাফল করে তাদের স্বপ্নপূরণ করুক।’
বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন বলেন, ‘এবার এসএসসি পরীক্ষায় একই পরিবারের তিন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে। এতে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক বেশ খুশি। আমি দোয়া করি আগামীতে তারা ভালোভাবে পড়ালোখ করে তাদের স্বপ্ন পূরণ হোক সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি।’
পাকিস্তানি শিল্পীর দুর্দান্ত ড্যান্সে মন কাড়লো নেটিজেনদের, ভাইরাল ভিডিও
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:) ও সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যেই বিষয়টি জেনেছি। আমরা খুবই খুশি যে আমাদের উপজেলায় এরকম একটি ফলাফল করেছে একই পরিবারের তিন যমজ শিক্ষার্থী। উচ্চ শিক্ষার জন্য উপজেলা প্রসাশনের কোন সহায়তা লাগলে আমরা সেই বিষয়টি নজর দেব ইনশাআল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।