দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের আড়ালে যৌন উত্তেজক সিরাপের ব্যবসা

dinajpur

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ পাচারের অভিযোগে এ জে আর কুরিয়ার সার্ভিসকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

dinajpur

এছাড়া একই অভিযোগে ওই সিরাপের মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৭টার দিকে পৌর শহরের পল্লবী মোর এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তারুজ্জামান। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার সামসুল হকের ছেলে। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্যের আড়ালে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ আদান-প্রদান করছিল এ জে আর কুরিয়ার সার্ভিস বিরামপুর শাখা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় কুরিয়ার সার্ভিসের বিভিন্ন পণ্যের সঙ্গে ১০৮ কার্টুনে প্রায় তিন হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এছাড়া ১০ কার্টুন বিএসটিআই অনুমোদনহীন হজমি বড়ি জব্দ করা হয়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

হাজারীবাগ বাজারের ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জানতে চাইলে নাজিয়া নওরিন জানান, অভিযানে ১০৮ কার্টুন অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ১০ কার্টুন হজমি বড়ি জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।