জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের খানসামায় শয়ন ঘরের আড়ার সঙ্গে একই রশিতে মা ও মেয়ের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার আরাজি জুগির ঘোপাপাড়া এলাকার ভক্ত রায়ের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায় (২৪) ও তাদের কন্যাসন্তান নীলাদ্রী রায় (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতরে তাদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এ সময় ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি বলে জানিয়ে পুলিশ।
মেঘনা সেতুতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত
তবে সুইসাইড নোটের লেখা তাদের কিনা তা তদন্তের পর জানা যাবে বলে উল্লেখ করেছেন খানসামা থানার ওসি নাজমুল হক। তিনি বলেন, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।