জুমবাংলা ডেস্ক : কাহারোলে একটি পরিত্যক্ত ঘর থেকে ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটির তদন্ত শুরু হয়েছে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউপির দক্ষিণ পাশের পরিত্যক্ত একটি ঘরের জানালার ফাঁক দিয়ে এলাকাবাসী দেখতে পায়, ঘরে সারের বস্তা রয়েছে। বিষয়টি বুধবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাসেলসহ অন্যান্য সদস্যদেরকে এলাকাবাসী অবগত করলে তাৎক্ষণিক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ূন কবির ঘরের তালা ভেঙে প্রবেশ করে দেখতে পান পরিত্যক্ত ঘরে ৫২ বস্তা সার পড়ে রয়েছে। পরে বিষয়টি প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা উপজেলা প্রশাসনকে রেজুলেশন আকারে লিখিতভাবে জানান।
এরপর শনিবার সারের বিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, রসুলপুর ইউনিয়ন পরিষদ ৫২ বস্তা সারের বিষয়ে জানায়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবিশকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।