অন্যরকম খবর ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামের বাসিন্দারা কয়েকটি পাথর সাদৃশ্য বস্তুকে “কুলদেবতা” ভেবে কয়েক বছর ধরে পূজা করে আসছিল। সম্প্রতি জানা গেছে, সেই পাথর সাদৃশ্য বস্তুগুলো আসলে ডাইনোসরের ডিম ছিল।
এনডিটিভি জানিয়েছে, ধার জেলার পাডালিয়ার গ্রামে বাসিন্দারা চাষাবাদের সময় ডিমগুলো খুঁজে পায়। তারা মনে করে এগুলো হল কুলদেবতা।
তারা বিশ্বাস করত, এই কুলদেবতা তাদের কৃষিজমি এবং গবাদিপশুকে অসুবিধা এবং দুর্ভাগ্য থেকে রক্ষা করবে। খুঁজে পাওয়ার পর গ্রামবাসীরা ডিমগুলোকে ‘কাকদ ভৈরব’ বা ‘ভিলাট বাবা’ নামে পূজা করত। গ্রামের বাসিন্দা ভেস্তা মন্ডলোই বলেন, আমরা ভিলাট বাবাকে পূজা করতাম। এমনকি বৃষ্টির সময় তার নামে ছাগল বলি দেওয়া হত।
তবে সম্প্রতি বিশেষজ্ঞদের একটি দল গ্রামটি পরিদর্শন করে দেখতে পারে, পাথরগুলো ছিল মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ডিম। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এএস সোলাঙ্কি বলেন, আমাদের এখানে একটি ডাইনোসর পার্ক আছে যেটি ২০১১ সালে তৈরি করা হয়েছিল। অনেক সময় আশেপাশের গ্রামের লোকেরা এই ধরনের জীবাশ্ম খুঁজে পায় এবং তাদের পূজা করা শুরু করে।
সোলাঙ্কি বলেন, এই জেলায় এখন পর্যন্ত এমন আড়াই শতাধিক ডাইনোসরের ডিম পাওয়া গেছে। এটা বিশ্বাস করা হয় যে, মধ্যপ্রদেশের এই উপত্যকায় এক সময় প্রচুর ডাইনোসর ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।