দীপাবলিতে আগুন ধরে যায় মাধুরীর চুলে

মাধুরী

বিনোদন ডেস্ক : ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুন্দরী অভিনেত্রীদের কমতি নেই। তবে বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের মতো এভারগ্রিন অভিনেত্রী খুবই কম রয়েছেন। তার কাছে বয়স একটি সংখ্যা মাত্র। তার রূপের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। দীর্ঘ অভিনয় জীবনে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে অনুরাগীদের মন জয় করে চলেছেন বলিউডের এই ’এজলেস বিউটি’।

মাধুরী

বিয়ের পর ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে মার্কিন মুলুকে পাড়ি দেন বলিউডের ‘ধক ধক গার্ল’। তবে এখন ভারতে। ফিরেছেন সিনেমায়। অভিনয় করছেন সিরিজেও। সেই মাধুরী দীক্ষিতের চুলে আগুন!

ভারতীয় সংবাদমাধ্যম আন্দবাজার পত্রিকার এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন, সেই অঘটনের কথা। ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা, কোমর পর্যন্ত চুল। কেশচর্চার জন্য অনেকটা সময়ও ব্যয় করতেন মাধুরী।

মাধুরী সাক্ষাৎকারে জানান, একবার দীপাবলির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর গোটা চুলে আগুন ধরে যায়। বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু চুল পুড়ে ছারখার। মা-বাবার কথা মতো পুরো চুল ফেলে দিতে হয় তার। তার পর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে।

টাকার বিনিময়ে জন্ম, সন্তান তৈরির কারখানা হয়ে যাচ্ছে এই দেশ

তার পর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। আগুনের প্রতিও ভয় রয়েছে তার। তবে দীপাবলি এলেই সেই কথা মনে করে আজও বুক কেঁপে ওঠে বলিউড ডিভার। মাধুরীকে শেষ দেখা গিয়েছে ‘মজা মা’ সিনেমাতে।