শাহরুখ-দীপিকার ‘পাঠান’ আটকানোর ডাক এবার উলামা বোর্ডের

শাহরুখ-দীপিকা

বিনোদন ডেস্ক : শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটির ‘পাঠান’ ছবির মুক্তি আটকে দেওয়ার দাবি তুলেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একাংশ। একই দাবি মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রের। তিনি বলেন, গেরুয়া বিকিনি পরে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন দীপিকা। তাই মধ্যপ্রদেশে এ ছবির মুক্তি আটকে দেওয়া উচিত।

শাহরুখ-দীপিকা

এবার সেই একই দাবি তুলল মধ্যপ্রদেশ উলামা বোর্ড। মুসলিম এই সংগঠনটির বক্তব্য, মধ্যপ্রদেশে শাহরুখ-দীপিকার ‘পাঠান’-এর মুক্তি আটকে দেওয়া উচিত। পাশাপাশি বয়কট করা উচিত এই ছবিকে। বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলি সংবাদমাধ্যমকে বলেন, ‘পাঠান’ চূড়ান্ত অশ্লীল। তাই এই ছবির প্রদর্শন হওয়া উচিত নয়।

‘পাঠান’ ছবিটি নিয়ে একাধিক ফোন ও অভিযোগ পেয়েছেন আনাস। এমনটাই দাবি তার। এ নিয়ে আনাস বলেন, ‘পাঠান’ নামে একটি ছবি করছেন শাহরুখ খান। মানুষ শাহরুখকে পছন্দ করেন। তার ছবি দেখেন। কিন্তু আমাদের কাছে অভিযোগ আসছে চূড়ান্ত অশ্লীলতা রয়েছে ‘পাঠান’-এ। শুধু তাই নয়, ইসলামকেও ছবিতে ভুলভাবে দেখানো হয়েছে।

‘পাঠান’-এর গান ‘বেশরম রং’ মুক্তির পরই লঙ্কাকাণ্ড শুরু হয়েছে। একদিকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারে নেমে পড়েছে একদল নেটিজেন। অন্যদিকে, এ নিয়ে সরব হয়েছে বিজেপি। সেই ধারাবাহিকতায় এবার আসরে নেমে পড়ল মুসলিম সংগঠন উলামা বোর্ড।

সৈয়দ আনাস আলি বলেছেন, ছবিটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম ফেস্টিভ্যাল কমিটি। আমরা সরকারি কর্মচারী ও জওয়ানদের বলব ছবিটি দেখবেন না। কেউ যদি ইসলামকে ভুল ভাবে তুলে ধরে তাহলে আমাদের দায়িত্ব তার প্রতিবাদ করা। সেন্সর বোর্ডের কাছে আবেদন, এই ধরনের ছবি চলতে যেন না দেওয়া হয়।

‌‌‘আমি সরল-সোজা মানুষ, কিনে এনে বেলুন ফুলিয়েছি’

কারণ হিসেবে আনাস বলেন, ‘এ ছবি একটা ভুল বার্তা দেবে। তাতে শান্তি বিঘ্নিত হবে। দেশের প্রতিটি মুসলিমের আবেগে আঘাত লাগবে। এরপর মুসিলমদের নিয়ে মানুষ মশকরা করবে। এই ধরনের ছবি তৈরিই করা হয়েছে ইসলামকে নিয়ে মশকরা করার জন্য। পাঠানরা দেশের অত্যন্ত সম্মানীয় গোষ্ঠী। তাদের খুব খারাপভাবে দেখানো হয়েছে ছবিতে।