যত কোটি দিয়ে নতুন বাংলো কিনলেন আনুশকা শর্মা

আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আনুশকা। এশিয়া কাপের জন্য দুবাইয়ে বিরাট। দায়িত্ব সামলাচ্ছেন ভাই বিকাশ কোহলী। আলিবাগে কোটি টাকার সম্পত্তি কিনলেন বিরুষ্কা। কত টাকা দাম তাঁদের এই নতুন সম্পত্তির?

আনুশকা শর্মা

দীপিকা পাড়ুকোনের পর এবার আনুশকা শর্মা। আলিবাগে কোটি টাকার সম্পত্তি কিনলেন বিরাট কোহলী এবং আনুশকা শর্মা। গণেশ চতুর্থীর দিনই নতুন বাংলো কিনলেন নায়িকা। গ্রামের নাম জিরাদ। সেই গ্রামের কাছেই প্রায় ৮ একর জমি জুড়ে তৈরি আনুশকা-বিরাটের এই বাংলো। দাম ১৯.২৪ কোটি টাকা। ইতিমধ্যেই তাঁরা জমা করেছেন ১.১৫ কোটি টাকা।

এই মুহূর্তে এশিয়া কাপ খেলার জন্য দুবাইয়ে রয়েছেন বিরাট কোহলী। ফলে এই নতুন বাড়ির সমস্ত লেনদেন সামলাচ্ছেন বিরাটের ভাই বিকাশ কোহলী। ৩.৩৫ লক্ষ টাকা কর হিসাবে এরই মধ্যে জমাও দিয়েছেন তাঁরা।

অরিজিৎ থেকে বাদশা, লাইভ শো’তে কত টাকা পারিশ্রমিক নেন এই গায়করা

গত মাসেই আলিবাগের নতুন বাড়িতে প্রবেশ করেছেন দীপিকা এবং রণবীর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে গৃহপ্রবেশের অনুষ্ঠান করেছেন তারকা দম্পতি। তাঁদের এই সম্পত্তির দাম প্রায় ২২ কোটি টাকা। জন্মাষ্টমীর দিন নতুন বাড়িতে প্রবেশ করেছেন তাঁরা। শাহরুখ, সলমন-সহ বলি তারকাদের অনেকেরই বাড়ি আলিবাগে। আপাতত আনুশকা ব্যস্ত ‘চাকদহ এক্সপ্রেস’-এর প্রস্তুতি নিয়ে। সব ঠিক থাকলে আগামী বছরই ‘ওটিটি’ মাধ্যমে মুক্তি পাবে তাঁর এই ছবি।