১০ হাজার অতিথি নিয়ে কোটি টাকা কাবিনে পুত্রবধূ ঘরে তুলবেন ডিপজল

ডিপজল

বিনোদন ডেস্ক: ২০২০ সালের সেপ্টেম্বরে বিয়ে হয় ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলে সাদ্দাম সৌমিক অমির।

কোটি টাকা কাবিনে সম্পন্ন হয় সেই বিয়ে। বাসর রাত হয়েছে রাজধানীর পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে। কিন্তু করোনার কারণে ঘটা করে বিয়ের অনুষ্ঠান হয়নি।

কিন্তু ডিপজলের ছেলের বিয়ে সবাইকে নিয়ে অনুষ্ঠান হবে না তাই কি হয়? এ কারণে দুই বছর অপেক্ষার পর এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রায় ১০ হাজার অতিথি নিয়ে অনুষ্ঠান করে পুত্রবধূকে ঘরে তুলবেন দাপুটে এই অভিনেতা।

ডিপজল বলেন, করোনার কারণে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, আমার চলচ্চিত্রের সহকর্মী, রাজনীতিক ও ব্যবসায়ীক বন্ধুদের বলতে পারিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই এবার সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করছি। সবাই আমার ছেলে ও বৌমার জন্য দোয়া করবেন।
ডিপজল
কনের নাম কাজী তাসফিয়া। ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এর আগে ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা। এবার ঘরে আসছে বড় পুত্রবধূ।

ছেলের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে এক ভিডিও বার্তায় ডিপজল বলেন, ‘আমার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে। সবাই দোয়া করবেন, সবকিছু যাতে ভালোভাবে সম্পন্ন হয়। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন।

ডিপজলেন ঘনিষ্ঠজন জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানান, গত ৫ জুন সাভারে লাজ পল্লীতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে সৌমিকের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। আগামী ১০ জুন বৌভাত। অনুষ্ঠানে প্রায় ১০ হাজার অতিথি থাকবেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মনোয়ার হোসেন ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এর আগে ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা। এবার ঘরে আসছে বড় পুত্রবধূ। কনের নাম কাজী তাসফিয়া।

এবার ভারতে পুরস্কার পাচ্ছেন পূজা চেরি