বিনোদন ডেস্ক : হাজারের বেশি বাংলা কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। গত ২৮ নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এটি। নতুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘অগ্নিপুরুষ’। আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেন আবু হায়াত মাহমুদ। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও সুনেরাহ বিনতে কামাল।
ফায়ার সার্ভিসের একজন কর্মীর ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অগ্নিপুরুষ’। ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পাবে এটি।
‘দীপ্ত প্লে’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়েছিল ডাবিংকৃত ধারাবাহিক সিরিয়াল ‘সূর্যকন্যা’ দিয়ে। ‘অগ্নিপুরুষ’ ছাড়াও মুক্তির তালিকায় আছে মাহমুদুর রহমান হিমির ‘পরী’, মিজানুর রহমান আরিয়ানের ‘শহরে অনেক রোদ’, অনিমেষ আইচের ‘আঁশটে’ প্রভৃতি দিয়ে।
শুধু নতুন কনটেন্টই নয়; দীপ্ত প্লে-তে রয়েছে দীপ্ত টিভিতে প্রচার হওয়া প্রায় ১০০০-এর ওপর কনটেন্ট। বিদেশি ডাবিং সিরিয়াল থাকছে এই ওটিটি প্ল্যাটফর্মে, থাকছে দীর্ঘ সিরিজ। দীপ্ত টিভির সব জনপ্রিয় অনুষ্ঠানও দেখা যাবে এখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।