দীর্ঘদিন ধরে বলিউডের সালমান খানের সঙ্গে কাজ করে আসছেন পরিচালক সুরাজ বারজাতিয়া। তবে এবার তিনি জানালেন, সালমানকে নিয়ে নতুন ও সময়ের সঙ্গে মানানসই গল্প তৈরি করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে।
সম্প্রতি এই পরিচালক সালমানকে নিয়ে একটি অ্যাকশন ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু চরিত্র ও গল্প ভালোভাবে দাঁড় করাতে না পারায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।
এক সাক্ষাৎকারে সুরাজ বলেন, ‘সব গল্পকে সামনে এগিয়ে নেওয়া যায় না। কখনো কখনো ক্লাইম্যাক্স বা চরিত্র ঠিকভাবে তৈরি হয় না। সবকিছু একসঙ্গে না মেললে ছবি বানানোর কোনো মানে হয় না।’
এই পরিচালক আরও বলেন, ‘আমি খুব কম ছবিই বানিয়েছি, কিন্তু এটাই আমার নীতি। যতক্ষণ না আমি নিজে সন্তুষ্ট হচ্ছি, ততক্ষণ আমি ছবি তৈরি করব না। আমি খুশি যে সালমান ভাই আমার সঙ্গে আছেন। কিন্তু তার এই বয়সে তার জন্য প্রাসঙ্গিক ও নতুন কিছু তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ।’
গত তিন দশকে সালমান খান অনেক হিট ছবি উপহার দিয়েছেন, কিন্তু তার সাম্প্রতিক ছবিগুলো যেমন ‘সিকান্দার’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘রাধে’, ‘দাবাং থ্রি’ এবং ‘রেস থ্রি’, তার ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তবে সালমানের ক্যারিয়ার নিয়ে আশাবাদী এই পরিচালক, এবং বিশ্বাস করেন যে একদিন কামব্যাক করবেন সালমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।