বিনোদন ডেস্ক : মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে প্রকাশ পেতে যাচ্ছে নতুন একটি দেশাত্মবোধক গান। শিরোনাম ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়ক আসিফ আকবর।
দ্বৈত কণ্ঠের এ গান লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান মনির। সুর-সংগীত করেছেন মনোয়ার হোসাইন টুটুল। জানা যায়, স্বাধীনতা দিবসে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে আমার পতাকা লাল সবুজে আঁকা গানটি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিং করেছেন জিয়াউল হাসান পিয়াল।
নতুন গানটির রেকর্ডিংয়ের কিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে আসিফ বলেন, ‘বাংলা সিনেমায় সাবিনা আপার সাথে বেশকিছু ডুয়েট গান গাইলেও অডিও গান এই প্রথম। সাবিনা আপার গায়কী এখনও আদি এবং অকৃত্রিম। কথা, সুর, সংগীত মিলিয়ে বাংলা গানের ভাণ্ডারে নতুন একটি দেশাত্মবোধক গান সংযুক্ত হতে যাচ্ছে। এই চমৎকার আইডিয়াটা বাস্তবায়ন করার জন্য ভাই-বন্ধু মোহাম্মদ হোসাইনের ভূমিকা অনস্বীকার্য, কৃতজ্ঞতা।’
প্রসঙ্গত, গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এখন অবশ্য তাঁর শারীরিক অবস্থা বেশ ভালো। ফলে গানেও ফিরেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।