চলতি বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয়।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তি পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এই তালিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছেন ১১ জন। পাশাপাশি বলিউড থেকেও রয়েছেন তিনজন তারকা। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। সংগীত জগতে পদ্মভূষণ পাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা আর মাধবন।
বাংলা থেকে নির্বাচিত ১১ জনের তালিকায় বিশেষভাবে নজর কাড়ছে টালিপাড়ার বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এই খবরে আনন্দের জোয়ার বইছে টালিপাড়ায়, উচ্ছ্বসিত তার অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন ৪০ বছরেরও বেশি সময়। তার ঝুলিতে রয়েছে ৪০০টিরও বেশি চলচ্চিত্র। এই দীর্ঘ যাত্রাপথে যেমন এসেছে অসংখ্য ব্লকবাস্টার, তেমনি ফ্লপের অভিজ্ঞতাও রয়েছে। তবু বাংলা বাণিজ্যিক সিনেমাকে একসময় প্রায় একাই টেনে নিয়ে যাওয়ার কৃতিত্ব তারই। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই তার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া, যা আজও অটুট।
১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় তার। পরবর্তীতে ‘দুটি পাতা’ ছবিতে নায়ক হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বারবার ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন এই অভিনেতা। কখনো ‘বাইশে শ্রাবণ’-এর প্রবীর চৌধুরী, কখনো ‘মনের মানুষ’-এর লালন ফকির, আবার কখনো জনপ্রিয় চরিত্র ‘কাকাবাবু’—বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি।
টালিউডের গণ্ডি পেরিয়ে তার কাজ ছড়িয়ে পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও। অসংখ্য পুরস্কার, দর্শকের ভালোবাসা এবং বহুমাত্রিক অভিনয়জীবনের পর পদ্মশ্রী সম্মান যেন তার দীর্ঘ কর্মজীবনের এক পরিপূর্ণ স্বীকৃতি হয়ে উঠল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


