জুমবাংলা ডেস্ক : জামালপুরে নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. নতুন করে প্রতারণার ফাঁদ তৈরির চেষ্টা করছিল। মঙ্গলবার (২১ মে) শহরের তমালতলা এলাকায় সওদাগর ম্যানশনের দ্বিতীয় তলায় এই প্রতিষ্ঠানটির জেলা শাখার উদ্বোধন ও কর্মীদের যোগদানপত্র প্রদান করার কথা থাকলেও প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।
বুধবার (২২ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
পুলিশ সুপার বলেন, কিছুদিন আগে থেকে জামালপুরে নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. শাখা খুলে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেয় এবং নিয়োগকৃত প্রত্যেক কর্মীর নিকট থেকে জামানত বাবদ ১ লাখ টাকা করে হাতিয়ে নেয় প্রতারকচক্র এবং প্রত্যেক কর্মীকে ঋণগ্রহীতার মধ্যে ৩০ লাখ টাকা করে বিতরণের টার্গেট প্রদান করে। শুধু তাই নয়, প্রত্যেক ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ বিতরণের পূর্বে ঋণগ্রহীতার চাহিদা অনুযায়ী ঋণের ১০ শতাংশ অগ্রীম টাকা এবং ১ শতাংশ সার্ভিস চার্জ প্রতিষ্ঠানের অনুকূলে জমার শর্ত জুড়ে দেয়। নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের বেতন ভাতা প্রদান করে নাই।
২১ মে উক্ত প্রতিষ্ঠানের জামালপুর শাখা উদ্বোধন এবং কর্মীদের যোগদানপত্র প্রদানের কথা ছিল। ওইদিন সকালেই শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম কর্মীদের অফিসে যোগদান না করিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসপি বলেন, দীর্ঘ দিন থেকে নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি., ঢাকার বনানীসহ দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে সাধারণ মানুষের নিকট থেকে বিনা জামানতে ঋণ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে অর্থ আত্মসাৎ করে আসছিলো।
এসপি বলেন, বিষয়টি জামালপুর জেলা পুলিশের নজরে আসলে এবং ভোক্তভুগী কর্মীদের নিকট প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতারকদের বিরুদ্ধে জামালপুর থানায় পেনাল কোডে মামলা রুজু করা হয়। পুলিশ ভোক্তভোগী কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে এবং মামলার মূল আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।