জুমবাংলা ডেস্ক : নারী যাত্রীকে চিরকুট পড়তে বলে তার কাছে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহরের হাসপাতাল এলাকার মহাশ্মশানের সামনে এ ঘটনাটি ঘটেছে।
প্রতারিত গৃহবধুর নাম আছমা আক্তার রিয়া (৩৫)। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি ভাটিয়াপাড়া গ্রামের কামরুজ্জামান শিপন মুন্সীর স্ত্রী।
ভুক্তভোগী আছমা আক্তার রিয়া বলেন, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি চৌরাস্তা মোড় থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে তিনি ও তার মা রোকেয়া বেগম (৭০) একটি ভ্যানে ওঠেন। অপরিচিত আরেকজন যাত্রীও ওই ভ্যানে ওঠেন। বালিয়াকান্দি কেন্দ্রীয় কবরস্থানের সামনে গেলে ভ্যানচালক বলেন, ভ্যানটি নষ্ট হয়েছে। ভ্যানচালক তাকে আরেকটি অটোরিকশায় উঠিয়ে দেন। ভ্যানে থাকা অপরিচিত লোকটিও অটোরিকশাতে ওঠেন। ওই অটোরিকশায় আগে থেকেই আরও একজন ছিলেন।
তিনি বলেন, অটোরিকশাটি বালিয়াকান্দি শ্মশানের দিকে যাওয়ার সময় ভ্যানে থাকা লোকটি অটোরিকশাচালককে গাড়ি থামাতে বলেন। তিনি নিচে নেমে রাস্তায় পড়ে থাকা টাকায় মোড়ানো একটি কাগজ নিয়ে আসেন। সে কাগজটি পড়তে দেন ও বলেন, ‘এটাতে কি লেখা আছে, আমি পড়তে পারি না। আপনি একটু পড়ে বলেন।’
আছমা আক্তার রিয়া বলেন, কাগজটি পড়তে পড়তে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে যান। সঙ্গে তার মা-ও দুর্বল হয়ে যান। এ সময় যাত্রী বেশে থাকা ওই দুই ব্যক্তি গলায় থাকা ছয় আনা ওজনের স্বর্নের চেইন, হাতে থাকা তিন আনার আংটি, চার আনার কানের দুল ও ১৫ হাজার টাকা নিয়ে নেয়।
তিনি আরও বলেন, চোখের সামনে এগুলো নিতে দেখলেও চিৎকার করার বা কিছু বলার মতো ক্ষমতা ছিল না। অটোরিকশাটি নষ্ট হওয়ার কথা বলে তারা চলে যায়। পরে ডাক্তারের থেকে চিকিৎসা নেওয়ার পর বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।