বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। অন্যদিকে বাংলাদেশে বৃস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে ৪৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাচ্ছে।
বিশ্বের সব দেশের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমাটি একই দিনে মুক্তির কথা থাকলেও কিছু কারণে তা পিছিয়ে যায়। পরে সব প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।
শুক্রবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু পোস্ট করে সিনেমাটির সব ধরনের আপডেট জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। একটি পোস্টে দেখা গেছে, ‘অ্যানিমেল’র হল সংখ্যা ৪৮টি, প্রতিদিন শো ২০৩টি, সপ্তাহে শো ১৩৪৪টি।
এদিকে ‘অ্যানিমেল’ মুক্তির প্রথম দিনেই উপচে পড়া ভিড় ছিল প্রেক্ষাগৃহে। কর্মদিবস ও বৈরী আবহাওয়ার তোয়াক্কা না করে সিনেপ্রেমীরা এসেছিলেন হলে। তবে অনেকের কণ্ঠে ছিল আফসোস।
কয়েকজন দর্শকদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। একজন বলেন, ‘সিনেমার দৃশ্যগুলো অসাধারণ লেগেছে। তবে কিছু দৃশ্য বাদ দেয়ায় ঠিক মতো মজা পায়নি।’
আরেকজন বলেন, ‘কিছু দৃশ্য কাটা হয়েছে, সেটা বেশ চোখে লেগেছে। হুট করেই দৃশ্য পরিবর্তন হয়ে গেছে। এছাড়া সিনেমাটির বাকি সব ভালো ছিল।’
অন্য একজন বলেন, ‘বাবার প্রতি ছেলের ভালোবাসা চমৎকার লেগেছে। এবং সিনেমার গল্পটি অনেক ভালো ছিল। ’
আরেকজনের ভাষ্য, ‘সিনেমার কোথাও বোরিং ফিল হয়নি। এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারেনি। এক কথায় ভালো লেগেছে।’
দেশে ‘অ্যানিমেল’ সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পায়। তবে মুক্তিপ্রাপ্ত হলের বেশির ভাগই সিঙ্গেল স্ক্রিন, বাকিগুলো মাল্টিপ্লেক্স।
‘অ্যানিমেল’ ছাড়াও এর আগে সাফটা চুক্তির আওতায় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বাংলাদেশে আমদানি করেছে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা।
সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম–এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।