বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রমজান মাসে গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিচ্ছে স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল। আকর্ষণীয় ডিজাইন ও সেগমেন্ট-ফার্স্ট ফিচার সমৃদ্ধ বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
আইটেল ভিশন ৩ সিরিজ এরই মধ্যে ব্যবহারকারী ও রিভিউয়ারদের কাছ থেকে ২০২২ সালের সেরা স্মার্টফোনগুলোর একটি হিসেবে চমত্কার সাড়া পেয়েছে। বাজারে তিনটি ভিন্ন সংস্করণে এগুলো পাওয়া যাবে। ২ জিবি র্যাম+৩২ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ৮ হাজার ২৯০ টাকা, ৩ জিবি র্যাম+৬৪ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ৯ হাজার ১৯০ টাকা এবং ৪ জিবি র্যাম+৬৪ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ১০ হাজার ৪৯০ টাকা।
ফুল-ভিউ ওয়াটারড্রপ নচ ডিজাইনের আইটেল ভিশন ২এস-এ ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি ফুলস্ক্রিন রয়েছে। ডিভাইসটির দাম ৮ হাজার ৬৯০ টাকা। ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডিপ্লাস ওয়াটারড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে, ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ২ জিবি র্যাম+৩২ জিবি রম ফিচারগুলো আইটেল ভিশন ১ প্রো-কে সেরা ফোনে রূপান্তর করেছে। দাম ৭ হাজার ৭৯০ টাকা।
দেশব্যাপী দ্রুত ও শক্তিশালী নেটওয়ার্ক সংযোগ নিশ্চিতে ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে ফোরজি স্মার্টফোন দেশের বাজারে নিয়ে এসেছে আইটেল ও গ্রামীণফোন। তাদের কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আইটেল এ২৩ প্রো ৪ হাজার ৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে বেস্টসেলিং দুটি স্মার্টফোনে (আইটেল এ৪৮ ও এ২৬) বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে আইটেল। আইটেল এ৪৮ ও এ২৬-এর দাম হবে যথাক্রমে মাত্র ৭ হাজার ১৯০ টাকা এবং ৬ হাজার ৪৯০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।