বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হুন্দাই গাড়ি কিনলে পাবেন অবিশ্বাস্য ছাড়। ইলেকট্রিক গাড়ির মডেলে এই অফারের ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। মারুতি, টাটার পরই রয়েছে হুন্দাই। ভারতে গাড়ি বাজারে অনেকটা জায়গা দখল করে রেখেছে হুন্দাইয়ের চার চাকা। বাংলাদেশেও রয়েছে হুন্দাই গাড়ির কদর।
এখন থেকে সাশ্রয়ী দামে কেনা যাবে হুন্দাই কনা ইলেকট্রিক। ব্যাটারি চালিত এই চার চাকার উপর ৩ লাখ রুপি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ভারতে।
মূলত, অক্টোবরে গাড়িটির মাত্র ৪৪ ইউনিট বিক্রি হয়। পরিসংখ্যান দেখে নভেম্বরের ছাড়ের পরিমাণ বাড়িয়ে লাখ টাকা করে কোম্পানি। এবার ডিসেম্বরে সেই গাড়িতে ৩ লাখ ছাড় দেওয়ার ঘোষণা করল হুন্দাই।
হুন্দাই কনা একটি প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভি। ভারতে গাড়িটির এক্স-শোরুম দাম ২৪ লাখ রুপি। অফারে এই গাড়ি কেনা যাবে মাত্র ২১ লাখে। চলতি বছর হুন্দাই কনা নামের এই ইলেকট্রিক গাড়ি বাজারে আনে।
হুন্দাই কনা ইলেকট্রিক গাড়ি
হুন্দাই কনা ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে দুইটি ব্যাটারি প্যাকে। এগুলো হলো ৪৮.৪ কিলোওয়াট আওয়ার এবং ৬৫.৪ কিলোওয়াট আওয়ার। কোম্পানির দাবি অনুযায়ী, এই চার চাকা ফুল চার্জে ৪৫২ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। স্ট্যান্ডার্ড এবং লং রেঞ্জ দুই বিকল্পই থাকবে গ্রাহকদের কাছে।
হুন্দাই কনা গাড়ির ফিচার্স ও সেফটি
৫ সিটার ইলেকট্রিক এসইউভি হুন্দাই কনাতে রয়েছে ১২.৩ ইঞ্চির ডুয়াল স্ক্রিন ড্যাশবোর্ড এলইডি লাইটিং এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ( এডিএএস)। এই ফিচার অত্যাধুনিক সেন্সরযুক্ত।
এডিএসের মধ্যে যে সমস্ত সুবিধা অন্তর্ভুক্ত সেগুলো, হল ব্লাইন্ড স্পট মনিটরিং, হাই-বিম অ্যাসিস্ট, লেন কিপিং, ফরওয়ার্ড কলিশন অ্যাভয়ডেন্স অ্যাসিস্ট সিস্টেম ইত্যাদি। এছাড়াও পাবেন ওয়্যারলেস চার্জিং, ৮ স্পিকার সাউন্ড সিস্টেম, কি-লেস এন্ট্রি, ওটিএ আপডেট, হেডস আপ ডিসপ্লে এবং কানেক্টটেড কার টেকনোলজি।
ইলেকট্রিক গাড়ির বাজারে হুন্দাই দুইটি গাড়ি বিক্রি করে ভারতে। যার মধ্যে একটি কনা অন্যটি আয়োনিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।