বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে শাওমি তাঁদের নোট সিরিজের ফোনে শীতকালীন মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। ‘উইন্টার সুপার মি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে শাওমি’র সর্বাধিক বিক্রিত দুটি স্মার্টফোন- রেডমি ১৩ ও রেডমি নোট ১৩- এখন আগের চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে।
ফটোগ্রাফি ও বিনোদনসহ মাল্টিটাস্কিং-এর জন্য উপযোগী এই মডেল দুটিতে এখন ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। রেডমি নোট ১৩ ফোনটির দুটি ভার্সন রয়েছে। এর মধ্যে ৬জিবি র্যাম+১২৮জিবি স্টোরেজ সমৃদ্ধ ভার্সনটি ২ হাজার টাকা মূল্যছাড়ে এখন পাওয়া যাচ্ছে ২০,৯৯৯ টাকায়। তবে সবচেয়ে বেশি ৩ হাজার টাকা মূল্যছাড় মিলছে ৮জিবি র্যাম+২৫৬জিবি স্টোরেজ ভার্সনটিতে, যেটি বর্তমানে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
শাওমি রেডমি ১৩ মডেলটি-ও দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে। ৬জিবি র্যাম+১২৮জিবি স্টোরেজ ভার্সনটি এখন ১ হাজার টাকা কমিয়ে ১৬,৯৯৯ টাকায় অফার করছে শাওমি। পাশাপাশি ৮জিবি র্যাম+১২৮জিবি স্টোরেজ সমৃদ্ধ ভার্সনটি ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজেটের মধ্যে বেশ কিছু উন্নত ফিচার অফার করছে রেডমি নোট ১৩। ফ্ল্যাট-এজ ডিজাইনে তৈরি এই স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে আছে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। আছে কোয়ালকমের উচ্চ সক্ষমতার স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার।
শাওমি’র দাবি অনুযায়ী রেডমি ১৩ মডেলটি স্বল্প বাজেটে ভালো পারফর্মেন্স দিবে ব্যবহারকারীদের। ফোনটির ১০৮ মেগাপিক্সেল প্রো-গ্রেড মূল ক্যামেরায় আছে থ্রিএক্স (৩ এক্স) লসলেস জুম সাপোর্ট। এছাড়া রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে এবং মাল্টিটাস্কিং-এর জন্য উপযোগী মিডিয়াটেকের হেলিও জি-৯১ আল্ট্রা প্রসেসর। পাশাপাশি ৫০৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাও পাচ্ছেন ব্যবহারকারীরা।
‘উইন্টার সুপার মি’ ক্যাম্পেইন সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শীতের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য একটি চমকপ্রদ অফার নিয়ে এসেছে শাওমি বাংলাদেশ। সবচেয়ে জনপ্রিয় ডিভাইসগুলোর উপর আকর্ষণীয় মূল্য হ্রাসের মাধ্যমে গ্রাহকদের উষ্ণতার বার্তা পৌঁছে দিতে চাই আমরা। ফলে এই শীতে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির সেরা স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। উদ্ভাবনী প্রযুক্তিকে সহজলভ্য ও সবার দোরগোড়ায় তা পৌঁছাতে শাওমি বাংলাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মূল্য ছাড় আমাদের ভক্তদের জন্য উন্নত প্রযুক্তিকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি প্রচেষ্টা’
উল্লেখ্য, রেডমি ১৩ এবং রেডমি নোট ১৩ এর নতুন মূল্যছাড়ের অফারটি শুরু হচ্ছে আজ (১ ডিসেম্বর) থেকে। এই অফারে ফোন দুটি পাওয়া যাবে দেশব্যাপী শাওমি’র অনুমোদিত সকল আউটলেট ও রিটেইল স্টোরে।
বাজারে রেডমি ১৩ ও রেডমি নোট ১৩ মডেল দুটি ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। এখন মূল্যছাড়ের কল্যাণে আরও বেশি বাজেট সহায়ক হয়ে উঠায় শীতের মৌসুমে এদের বিক্রি বৃদ্ধি পাওয়া জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।