আন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রত্নতাত্ত্বিকরা ‘ফারাও দ্বিতীয় রামসেসে’র একটি মন্দিরে দুই হাজারেরও বেশি মমি করা ভেড়ার মাথা খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, ভেড়াগুলোকে বলি দেয়া হয়েছিল। দ্বিতীয় রামসেস খ্রিস্টপূর্ব ১৩০৪ থেকে ১২৩৭ পর্যন্ত প্রায় সাত দশক ধরে মিশরে রাজত্ব করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে প্রকাশ, উদ্ধার হওয়া মমিগুলোর মধ্যে ভেড়া ছাড়া আরও ছিল কুকুর, ছাগল, গরু, হরিণ এবং নেউলের মমি।
এ বিষয়ে দেশটির আমেরিকান মিশনের প্রধান সামেহ ইস্কান্দার বলেন, উদ্ধার হওয়া মাথাগুলো দ্বিতীয় রামসেসের ধর্মের প্রতি বিশ্বাসকে ইঙ্গিত করে।
মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, আবিষ্কারগুলো মানুষকে দ্বিতীয় রামসেসের মন্দির এবং খ্রিস্টপূর্ব ২৩৭৪ থেকে ২১৪০ এবং টলেমাইক যুগের ৩২৩ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যকার নির্মাণকার্য সম্পর্কে জানতে সাহায্য করবে।
এর পাশাপাশি প্রত্নতাত্ত্বিকরা প্রায় ৪০০০ বছর আগের পাঁচ মিটার পুরু (১৬ ফুট) দেয়ালসহ একটি প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। তারা বেশ কিছু মূর্তি, প্রাচীন গাছের ধ্বংসাবশেষ, চামড়ার জামাকাপড় ও জুতাও পেয়েছে।
দিনরাত সশস্ত্র প্রহরী পাহারা দেয় একটি গাছ, পরিচর্যায় খরচ ১২ লক্ষ টাকা, কেন জানেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।