মানিকগঞ্জে তারেক জিয়া প্রজন্ম দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে তারেক জিয়া প্রজন্ম দলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা শহরের সেওতা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। এ সময়ে আরো বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, তারেক জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব রাকিব হোসেনসহ আরো অনেকে।

এর আগে সকাল ১০ টায় সদর উপজেলার গিলন্ড এলাকায় সাবেক মন্ত্রী প্রায়ত হারুনুর রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেন তারেক জিয়া প্রজন্ম দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।