সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

Sylhet

সুয়েব রানা (সিলেট) : “নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত বাংলাদেশ পুলিশের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ সিলেট ও তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের যৌথ উদ্যোগে সিলেট জৈন্তাপুরে নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে সিলেট জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আলমাছ আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক (এডমিন) রফিকুল ইসলাম মৃধা।

এ সময় মহাসড়কে দূর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিতের বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মালিক, পরিবহন শ্রমিক, সড়ক সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, উপজেলার হরিপুর বাজার ও দরবস্ত বাজার সহ মহাসড়কের পাশে অবধৈ স্থাপনা, মহাসড়কে জেব্রা ক্রসিং না থাকা, যত্রতত্র স্পিড ব্রেকার স্থাপন, মহাসডকে ইজিবাইক ও সীমান্ত চোরাচালন বহনে ব্যবরিত ডিআই ট্রাক সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্রমই বাড়বে মহাসড়কে দূর্ঘটনা। তাই এ সকল যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

এ সময় পুলিশের পক্ষ থেকে নিরাপদ সড়ক মহাসড়ক নিশ্চিত ও দূর্ঘটনা রোধে সর্বসাধারণের সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ শামসুজ্জামান, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো উসমান গনি। এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ্, প্রবীন শিক্ষক মাস্টার এনায়েত উল্লাহ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জামায়াতে ইসলামী জৈন্তাপুর শাখার সাবেক আমীর নাজমুল ইসলাম, বর্তমান আমীর গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।