সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর তিনটায় শিবালয় বন্দর জামে মসজিদ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান।
সহকারি তথ্য অফিসার মেহেদী হাসানের সঞ্চলনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হামীমুর রশীদ, জেলা সমবায় কর্মকর্তা সুমন আহমেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, মানবসম্পদ উন্নয়ন সংস্থা, মানিকগঞ্জের সভাপতি মো: এ আবদুল্লাহ, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।