হট লুকে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন দিশা পাটানি

দিশা পাটানি

বিনোদন ডেস্ক: ফের হট লুকে উষ্ণতার পারদ চড়ালেন দিশা পাটানি (Disha Patani)। বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হলেন দিশা। হাতে গোনা মাত্র কয়েকটি বছর হল পা রেখেছেন বলিউডে । কিন্তু জনপ্রিয়তায় হার মানান পুরোনো জামানার অভিনেত্রীদেরও। দিশা পাটানি মানেই সুন্দরী, সুঠাম চেহারা। সঙ্গে উষ্ণ চাউনিতে ভরা লুক দিয়ে যখন তখনই ঘায়েল করেন ভক্তদের। পুরুষদের বুকে ঝড় তুলতে দিশা যে সিদ্ধহস্ত তা আর বলার অপেক্ষা রাখেনা। দিশা হলো এ যুগের নতুন স্টাইল স্টেটমেন্ট। যার প্রেমে হাবুডুবু খায় ৮ থেকে ৮০ সকলে।
দিশা পাটানি
আর এবারেও তাঁর ব্যাতিক্রম হলোনা। ফের হট লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী। সম্প্রতি দিশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দুটি ছবি ও ভিডিও। যেখানে দিশার পরনে রয়েছে সিকোয়েন্সের ব্রালেট ও ট্রান্সপারেন্ট প্লাজো। প্রথম ছবিতে দিশাকে আয়নার সামনে সেলফি তুলতে দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ছবিতে দিশাকে নিজের ভঙ্গিমায় ছবি তুলতে দেখা যাচ্ছে।

এই ছবিগুলি ইন্টারনেটে একটি সেনসেশন তৈরি করেছে। দিশাকে শেষবার দেখা গিয়েছিল রাধে ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমনভাবে সাফল্য অর্জন করতে পারেনি। আপাতত দিশাকে তার নতুন সিনেমা ‛এক ভিলেন রিটার্নস’ নিয়ে সংবাদের শিরোনামে উঠে আসতে দেখা যাচ্ছে।

এই সিনেমায় অর্জুন কাপুর এবং জন আব্রাহামের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। এছাড়াও ‘যোধা’ সিনেমাতেও দিশাকে দেখা যাবে। আর তাতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী। সম্প্রতি দিশার এই হটনেসে ভরা ছবি হু হু করে ভাইরাল হয়েছে।

ববি আমার ছোট্টবেলার প্রেম