ভিন্ন ভিন্ন সাতটি বোল্ড লুকে চমকে দিলেন দিশা

DISHA

বিনোদন ডেস্ক : বলিউডের আকর্ষণীয় অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি সবসময়ই এগিয়ে। এই গ্ল্যামারাস ডিভা যা পরেন তাতেই তাঁকে মানিয়ে যায়। ধারালো ফিগার আর আবেদনময়ী মুখশ্রীর দিশা পাটানি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিভিন্ন চোখ ধাঁধানো লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেখানে তাঁকে বিকিনি, ড্রেস, গাউন, হটপ্যান্ট থেকে শুরু করে সব পোশাকেই দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে। সম্প্রতি নানা মুডের বৈচিত্র্যময় সব লুকে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে।

DISHA

জমকালো কারুকাজ করা নীল অফ দ্য শোল্ডার সুইটহার্ট নেকলাইনের গাউনটিতে আছে এথনিক আমেজ। এর সঙ্গে দিশা পাটানি পরেছেন ম্যাচিং চোকার, দুল ও ব্রেসলেট

ন্যুড শেডের বাদামি শিয়ার ফেব্রিকের ড্রেসটির ডিজাইনে আবেদময়তার ছাপ। ডিপনেকের সঙ্গে আছে বডিকন শেপ। স্লিভ পড়ে আছে কাঁধ পেরিয়ে

সাদা কাঁধখোলা গাউনের আবেদন বাড়িয়েছে দুই উরু বরাবর হাই থাই স্লিট ডিজাইন। শিয়ার ফেব্রিকের ঘেরের সঙ্গে উপরের অংশে আছে লেস ডিটাইলস

ডিস্ট্রেসড ফেব্রিকে চটের বুননের সঙ্গে মিল রয়েছে। স্লিভলেস আর থাই স্লিট দেওয়া এই ড্রেসটি একমাত্র দিশার পক্ষেই ক্যারি করা সম্ভব এত সুন্দরভাবে

ব্যাকলেস গাউনে আকর্ষণ ছড়াচ্ছেন দিশা পাটানি। বডিকন ডিজাইন আর মনোক্রোম এই গাউনে অপরূপা লাগছেন তিনি

সাবেকি ঘরানার শারারা সেটেও দিশার সিগনেচার ডিপ নেক স্টাইলে আবেদনময় লুকে ধরা দিয়েছেন ক্যামেরায় তিনি

ব্রালেট, ডেনিম জ্যাকেট আর ফিটেড প্যান্টের সঙ্গে হিপহপ আমেজ দিয়েছে কোমরের স্ট্রিং আর হাতের গ্লাভস