জুমবাংলা ডেস্ক : বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার অধিকাংশ ব্যবহারকারীই দৃষ্টিভ্রম (অপটিক্যাল ইলিউশন) ছবি ও ভিডিও সম্পর্কে অবহিত। এসব ছবি-ভিডিও দেখে সময় কাটানোকে অনেকেই ইতিবাচকভাবে দেখেন, কারণ এতে একদিকে যেমন বিনোদন মেলে, অন্যদিকে মেধা ও মানসিকতা যাচাই করার সুযোগও থাকে।
সাধারণত, একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিও দেখে ভিন্ন মানুষ ভিন্ন কিছু দেখতে পান। একেক জনের উত্তর একেক রকম হয়ে থাকে। কারণ, এর সমাধানের জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা দুটোই প্রয়োজন। অনেক সময় এসব ছবির মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ও মানসিকতার প্রকাশ ঘটে।
ভাইরাল অপটিক্যাল ইলিউশন: আপনি প্রথমে গাছ দেখেছেন, না বাঘ?
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি ভাইরাল হয়েছে, যেখানে কেউ প্রথম দেখায় গাছ দেখতে পাচ্ছেন, আবার কেউ বাঘ। অবাক করা বিষয় হলো―আপনি প্রথমে কী দেখছেন, তা-ই বলে দিতে পারে আপনি স্বামী বা বয়ফ্রেন্ড হিসেবে কেমন মানুষ!
◉ প্রথমে গাছ দেখতে পেলে:
যদি আপনি প্রথমে গাছ দেখেন, তাহলে আপনি একজন সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ স্বামী বা বয়ফ্রেন্ড। এই ধরনের মানুষরা সবসময় সঙ্গীর পাশে থাকার চেষ্টা করেন বন্ধুর মতো। তারা সঙ্গীর উপর মত চাপিয়ে না দিয়ে তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে উৎসাহ দেন। সঙ্গীর বিপদে নিজে থেকে এগিয়ে এসে সহায়তা করেন।
তবে এরা সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো গুরুতর সমস্যায়ও পড়েন। এমন পরিস্থিতিতে এ ধরনের মানুষরা দায়িত্বশীলভাবে সমস্যার সমাধান করতে চান। যদি নিজের পক্ষ থেকে সমাধান না হয়, তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং সঙ্গীকেও সময় দেন। তারা নিজের কষ্ট চেপে রাখেন, মুখ ফুটে সবসময় তা বলেন না।
◉ প্রথমে বাঘ দেখতে পেলে:
যদি আপনি প্রথমে বাঘ দেখেন, তাহলে আপনি একজন সচেতন ও যত্নবান সঙ্গী। এই ধরনের মানুষ সঙ্গীর ছোটখাটো বিষয়েও নজর রাখেন, নিয়মিত খোঁজ-খবর নেন। সঙ্গীর কোনো সমস্যা হলে তা নিয়ে চিন্তা করেন এবং সমাধানের জন্য সচেষ্ট থাকেন।
তবে মাঝে মাঝে তারা অশান্তির মধ্যেও পড়েন। কোনো বিষয়ে মতবিরোধ হলে সাময়িকভাবে পরিবেশ অশান্ত হতে পারে। কিন্তু পরে তারা সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেন। সম্পর্ক টিকিয়ে রাখাকে প্রাধান্য দেন। তারা কষ্ট পেলে সেটা সরাসরি প্রকাশ করেন এবং কাউকে কষ্ট দিলে ক্ষমাও চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।