রমজানে কুরআনের আলো ছড়াতে কুরআন শরীফ বিতরণ

কুরআন শরীফ বিতরণ

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে পবিত্র মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে মদজিদের ইমামদের মাঝে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বায়তুল আমান জামে মসজিদে কর্ণেল মালেক কুরআন শিক্ষা ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রকল্পের আওতায় পৌরসভার ৩৩টি মসজিদের ইমামদের বিনামূল্যে কুরআন শরীফ বিরতণ করা হয়।

কর্ণেল মালেক কুরআন শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা জাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, বায়তুল আমান জামে মসজিদের সদস্য সচিব খবিরুল আলম চৌধূরী ও আহবায়ক মুফতি ইলিয়াস আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, পবিত্র মাহে রমজান মাস মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে। সুতরাং রজমান মাসে কুরআন শিক্ষা অত্যান্ত নেকীর কাজ। কুরআন শরীফ তেলওয়াতের পাশাপাশি অর্থ বুঝে পড়তে হবে এবং ইসলামের মূল শিক্ষায় জীবনযাপন করতে হবে। কারন ইসলাম শান্তি ও মানবতার ধর্ম।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মানিকগঞ্জ স্বপ্ন ট্রান্সপোর্ট লিমিটেডের আয়োজনে ঢাকা সিটির সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী কর্ণেল (অবঃ) এম.এ মালেক কুরআন শিক্ষা ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।