আবির হোসেন সজল : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সবসময় কঠোর ভূমিকা পালন করছে। এ প্রক্রিয়ায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় আদিতমারী থানা পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা বিজিবির এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



