বিনোদন ডেস্ক : দোলের দিনেই সামনে এলো প্রেমকাহিনি। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ‘রানি রাসমণি’খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। প্রশ্ন ওঠে—সত্যিই কি প্রেম করছেন অভিনেত্রী?
মঙ্গলবার (২৬ মার্চ) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন দিতিপ্রিয়া। যেখানে দেখা যায়, এক যুবকের সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এরপরই দিতিপ্রিয়ার সেই ‘রহস্যময় বন্ধু’কে নিয়ে নেটিজেনদের কৌতূহল তৈরি হয়।
এমনকি এই প্রেমের গুঞ্জনে শেষমেশ সিলমোহর দিয়েছেন দিতিপ্রিয়াও। ভারতীয় গণমাধ্যমে তিনি বললেন, ‘হ্য়াঁ, আমরা প্রেম করছি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখন মুখ খুলতে চাই না।’
এমনকি অভিনেত্রী জানাতে চাইলেন না প্রেমিকের নাম-পেশা কোনো কিছুই! তাঁর ভাষ্য, ‘ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে আমার নাম জড়িয়ে অনেক খবর রটেছিল এর আগে। এবারটা সেরকম যেন না হয়, তাই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগতই থাক।’
প্রসঙ্গত, মাস দুয়েক আগে অভিনেতা বিশ্ববসুর সঙ্গে দিতিপ্রিয়ার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছিল। সেসময় অভিনেত্রী জানিয়েছিলেন, বারবার একই কথা শুনতে হচ্ছে তাঁকে। বিশ্ববসুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নেই, একথা আগেও একাধিকবার জানিয়েছেন। তাঁর সঙ্গে অভিনেতার খুব ভালো বন্ধুত্ব, এর বেশি কিছু নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।