জুমবাংলা ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় চলছে আলু উত্তোলনের ধুম। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা এখন মাঠ থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। কষ্টের আবাদে লাভের আশায় রাত-দিন পরিশ্রম করছেন তারা। এ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকার মাঠ পর্যায়ে গিয়ে আলু কিনছেন ব্যাপারীরা। তবে ব্যক্তিমালিকানাধীন এসব জমিতে গিয়ে খাজনার নামে কৃষকদের লভ্যাংশে ভাগ বসাচ্ছে কিছু অসাধু ব্যক্তি।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) হাট বাজার ব্যতীত মাঠ থেকেই কৃষকদের নিকট থেকে ১ হাজার ৫শ টাকা করে খাজনার নামে চাঁদা নেওয়ার অপরাধে জাহাঙ্গীর আলম (৫৫) নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
অভিযানে পরিচালনা কালীন সময়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম রেজাউল করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজাসহ সঙ্গীয় ফোর্স, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফুর রহমান, এসআই রাকিবুল ইসলাম।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, এমন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।