ডিভোর্স নিয়ে যা বললেন রাজ

পরীমণি

বিনোদন ডেস্ক : তারকাদের ব্যক্তিগত জীবনের কখনই কিছু আড়ালে থাকে না। তাদের সব কিছুই প্রকাশ্যে আসে। এবার আলোচিত তারকা দম্পতি রাজ-পরীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এর পরপরই দ্রুত ছড়িয়ে যায় তাদের ডিভোর্সের বিষয়টি। এই তথ্য একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে পরীমণির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র। এবার ডিভোর্স নিয়ে মঙ্গলবার গণমাধ্যমে কথা বলেছে চিত্রনায়ক শরিফুল রাজ।

পরীমণি

রাজ বলেন, তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

খোলা চুল সঙ্গে ব্রা কাটিং পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন নোরা

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরির সংসার।