বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূর্ণিমার বিয়ের খবর শুনে নেটিজেনদের বড় প্রশ্ন ফাহাদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে? হলে কবে হয়েছে? দীর্ঘদিনের সংসার শেষে কেন এমন সিদ্ধান্ত নিলেন পূর্ণিমা? এসব প্রশ্নে ছয়লাব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম।
নেটিজেনদের কৌতূহল দূর করতে অবশেষে মুখ খুললেন দিলারা হানিফ পূর্ণিমা। গত বৃহস্পতিবার রাতে নিজেই বিয়ের খবর জানান পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন।
তিনি পেশায় বহুজাতিক একটি কম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ খবর ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মনে প্রশ্ন উঁকি দেয়, পূর্ণিমার সঙ্গে সাবেক স্বামী ফাহাদের ডিভোর্স হয়েছে? এই পশ্নের উত্তর জানিয়েছেন নায়িকা নিজেই। তিনি জানান, ফাহাদের সঙ্গে তার ডিভোর্স হয়েছে তিন বছর আগে। দীর্ঘ ১২ বছরের সংসারজীবনে কোনোভাবে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে ওঠেনি।
পূর্ণিমা বলেন, ‘যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে মানুষের বেশি বেশি কৌতূহল থাকে। কেন শেষ হলো? কী হলো, না হলো। আসলে ওগুলো নিয়ে বলতে চাই না। কারণ ওটা তো অনেক বছরের সম্পর্ক। প্রায় ১২ বছর সম্পর্ক ছিল। এত বছর ধরে চেষ্টা করে গেছি। কোনোভাবে মনের মিল, বোঝাপড়া যেটা থাকে না ওটা হয়নি। অনেক চেষ্টা করেও যখন আর পারছিলাম না, তখন না পারতে চুপচাপ সরে এসেছি। ’
সম্পর্ক শেষ হয়ে গেলেও সাবেক স্বামীর মঙ্গল কামনা করছেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‘আমি কখনো আসলে কারো খারাপ চাই না। কখনো কারো লাইফ নষ্ট হোক সেটাও চাই না। ’
এর আগে সাবেক স্ত্রীর বিয়ের খবর শুনে তাকে শুভ কামনা জানিয়েছিলেন ফাহাদ। আহমেদ ফাহাদ জামাল ফেসবুকে পূর্ণিমার নতুন জীবনের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, ‘তার জন্য শুভ কামনা, আমার মেয়ের জন্য সব সময় দোয়া রাখবেন। ’
২০০৭ সালে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিয়ের পর পূর্ণিমা চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন। ২০১৪ সালে কোলজুড়ে আসে কন্যাসন্তান আরশিয়া উমাইজা। কয়েক বছর ধরে জামালের সঙ্গে আলাদাই থাকছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।