বিনোদন ডেস্ক : বলিউডে মিষ্টি হাসির নায়িকা এসেছিলেন ধুমকেতুর মতো। তার রূপের ঝলকে চমকে উঠেছিল গোটা বলিউড। কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই এই নায়িকার মৃত্যু যেন আজও মানতে পারেনি, গোটা দেশ। ১৯৯৩ সালের ৫ এপ্রিল, মুম্বাইয়ের একটি উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিলেন দিব্যা ভারতী। কিন্তু তার মৃত্যুর রহস্য আজও রহস্যই হয়ে রয়েছে।
যদিও দিব্যা ভারতীর মৃত্যুর পর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। অনেকেই মনে করেন, দিব্যার মৃত্যু দুর্ঘটনা আবার কেউ কেউ মনে করেন তাকে খুন করা হয়েছিল, যার পিছনে হাত ছিল তার স্বামী সাজিদ নাদিওয়াদওয়ালার। এদিকে কিছু মানুষ বলেন তার নাকি মায়ের সঙ্গে মনোমালিন্য হয়েছিল।
তবে দিব্যা ভারতীর যে কী কারনে মৃত্যু হয়েছিল তা সত্যটা আজও একটা রহস্য। কিন্তু তার ডেথ সার্টিফিকেট এ অস্বাভাবিক মৃত্যুর কথাই বলা হয়েছে। এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে বলিউডের বেশ কয়েকটি ছবিতে ব্যাপক ক্ষতি হয়েছিল। তবে দিব্যা ভারতী চলে গেলেও আজও তার বাবা মায়ের স্মৃতিতে অমলিন। এখনও তারা দিব্যার জন্মদিন পালন করে।
১৯৯০ সালে তেলুগু ‘বব্বিলি রাজা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালে ‘বিশ্বআত্মা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘দিওয়ানা’ থেকে ‘শোলা অর শবনম’ এর মত একের পর এক সুপারহিট ছবি উপহার দেন। এমনকি ‘মোহরা’ ছবিতেও শুটিং করার কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তারই মাঝে আসে দিব্যার মৃত্যুর খবর।
এদিকে ‘রং’ ছবিতে আয়েশা জুলকার সাথে অভিনয় করেছিলেন দিব্যা ভারতী। দিব্যার মৃত্যুর পর যখন এই ছবির ট্রায়াল হয় তখন আয়েশা জুলকা জানিয়েছিলেন এমনই এক ভয়ঙ্কর ঘটনার কথা। আসলে ট্রায়ালের সময় যখনই দিব্যা স্ক্রিনে আসেন তখনই স্ক্রিন ভেঙে পড়ে। যা দেখে সেখানে উপস্থিত সকলেই আতঙ্কিত হয়ে পড়ে এবং সেইকথা আজও ভুলতে পারেনি আয়েশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।